স্টাফ রিপোর্টার ॥ গতকাল ২২ নভেম্বর, ২০২১ তারিখ সোমবার দৌলতপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, কুষ্টিয়া। আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জনাব আর. এম. সেলিম শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া, জনাব মোঃ আব্দুল জব্বার, উপজেলা নির্বাহী অফিসার, ভেড়ামারা, কুষ্টিয়া এবং জনাব আফরোজ শাহিন খসরু, সহকারী কমিশনার (ভূমি), দৌলতপুর, কুষ্টিয়া। উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় স্থানীয় জনসাধারণ ও প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ে গঠনমূলক আলোচনাকালে জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার সকল প্রস্ততি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল ও আস্থা রাখার আহব্বান জানান। ভোট গ্রহণের পূর্বে, ভোট গ্রহেনের দিন এবং ভোট গ্রহণের পরিবর্তীতেও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র্যা ব, বিজিবি ও আনসার নিয়োজিত থাকবে। তিনি সকলকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে ও নির্বাচনী বিধিমালা মেনে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের জন্য আহব্বান জানান। এছাড়া যে কোনো সমস্যায় বিট অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ৯৯৯ এ যোগাযোগ করার জন্য তিনি পরামর্শ দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুশিল সুপার, ভেড়ামারা সার্কেল এবং জনাব মোঃ নাসির উদ্দিন, অফিসার ইনচার্জ, দৌলতপুর থানা, কুষ্টিয়াসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও ফোর্সসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনসাধারণ ও প্রার্থীগণ।