প্রেস বিজ্ঞপ্তিঃ বিশ্বব্যাপী লালন সাঈজীর ভক্ত প্রেমিকদের একত্রিত করার লক্ষ্যে এন. এস. পি কেন্দ্রীয় সংসদ ঢাকা ও কুষ্টিয়া জেলা শাখার যৌথ উদ্যোগে কুষ্টিয়া জুগিয়া পুকুরপাড়া আমেরিকা মোড়ে লালন আশেকানদের নিয়ে বিশ্ব লালন সংঘের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

এন. এস. পি কেন্দ্রীয় কমিটির মাননীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহীবাবা সৈয়দপুরীর সভাপতিত্বে কুষ্টিয়া সহ দেশ-বিদেশের অগনিত লালন ভক্ত সভায় অংশ গ্রহন করেন।

বক্তব্য রাখেন দেওয়ান মাসুদুর রহমান, রাজু আহমেদ, মোঃ নাজির হোসেন নাদিম (মেহেরপুর), জোসেফ (ঝিনাইদহ)
ফকির আলাউদ্দিন শাহ, কুষ্টিয়া লালন স্বেচ্ছাসেবক সংস্থা কুষ্টিয়ার সভাপতি শান্তি ভিকারী সবুজ, এন.এস.পি,
ডাঃ বাবু, সিপাহী রাজন (চুয়াভাঙ্গা), লিটন (চুয়াভাঙ্গা), জামাল (কালিগন্জ)
শামসুল পাগল (জয়পুরহাট), মুস্তাফিজুর রহমান, কাফলার কুরবান প্রমুখ।

উক্ত সভার সিদ্ধান্ত মোতাবেক শাহীবাবা সৈয়দপুরীর বলেন, মরমী সাধক লালন শাহজীর মাজার শরীফের পবিত্রতা রক্ষার সাথে মানব ধর্মের কেন্দ্র বিন্দু হিসেবে প্রতিষ্ঠানকরা ও বিশ্বব্যাপী লালন বাণী প্রচার ও প্রসার করা, সাধুবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে কর্তব্যরত কর্মকর্তা/ কর্মী ও দর্শনার্থীদের দুইবেলা বিনিময় বিহীন অন্নদান এবং সাধনা সংযম পালনের জন্য একাডেমির নিচতলায় অবস্থান এবং আগত আশেকানদের দুইবেলা সেবাদান, ও অবহেলিত লালন খিলখাধারী ও সর্বত্যাগী সাধু-মহৎ-পাগল-মাস্তা চক্রে মারা গেলে তাদের কাফন-দাফন এর সুবিধার্তে একটি স্মৃতি সংরক্ষণ কবর স্থান প্রতিষ্ঠা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *