কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ আলীর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার,কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক বকুল চৌধুরী ও উপজেলার মুক্তিযোদ্ধারা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রমুখ।
প্রস্তুতিমূলক সভায় বক্তারা উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে দিন ব্যাপী নানা কর্মসূচি নির্বিঘ্নে পরিচালনা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। প্রস্তুতিমূলক সভায় সরকারী সিদ্ধান্ত অনুযায়ী এবছর জাঁকজমকপূর্ণ ভাবে বিজয় দিবস পালন করা হবে এবং তোপধ্বনি ৩১ বারের পরিবর্তে ৫০ বার করতে হবে বলে জানানো হয়।