নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বিএমএ’র সাধারন সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি, ভারত বাংলাদেশ মৈত্রী সমিতির সভাপতি ডাঃ আমিনুল হক রতন দীর্ঘদিন যাবৎ মানব কল্যাণে কাজ করে সমাজে বিশেষ অবদান রেখে চলেছেন। সেকারনে নেপাল ইন্টারন্যাশনাল আইকনিক এ্যাওয়ার্ড ২০২১ প্রাপ্তিতে তাকে মনোনিত করেছেন। নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ এ্যাসোসিয়েশন পদক গ্রহনের জন্য অনুষ্ঠানে উপস্থিত হওয়ার বিশেষ অনুরোধ সম্বলিত গত ১৯/১১/২০২১ খ্রীঃ তারিখে এক পত্রের মাধ্যমে তাকে জানিয়েছে। আগামীকাল ২৯/১১/২০২১ খ্রীঃ তারিখে বিকেল সাড়ে ৪ টায় নেপালের কাঠমন্ডুতে নেপাল টুরিজম বোর্ড অডিটেরিায়ামে ডাঃ আমিনুল হক রতন পদক গ্রহন করবেন। নেপালের পররাষ্ট্র মন্ত্রী ডাঃ নারায়ন খাজা, অর্থ মন্ত্রী জনার্ধন শর্মা, এফএনসিআাই’র শেখর গোলচা, বাংলাদেশ এ্যাম্বাসেডার সালাউদ্দীন নোমান চৌধুরী, ইন্টারন্যাশনাল গাইনোক্লোজিষ্ট ডাঃ ভোলা রিজল সহ কবি সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবি ও দেশবরেন্য ব্যাক্তিবর্গ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *