ছাব্বির কুমারখালীঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি বাজার থেকে ভূয়া পুলিশ পরিচয়দানকারী ২ জনকে গ্রেফতার করেছে কুমারখালী থানা পুলিশ।

আটককৃতরা হলেন মানিকগঞ্জ জেলার সানবান্ধা গ্রামের আব্দুর রবের ছেলে শামীম রহমান(২৭),মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পারিল গ্রামের নুর ইসলামের ছেলে মোঃ রুবেল মুতা (২৫)।

গতকাল রাতে পান্টি বাজারস্থ কাচেরকোল রাস্তায় নজরুলের দোকানের সামনে ২ জন ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে স্থানীয় জনগণ তাদের পরিচয় জিজ্ঞেস করলে তারা নিজেদের পুলিশ সদস্য বলে পরিচয় দেয়।এসময় তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় জনগন পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পান্টি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই সাখায়েতুল ইসলাম সঙ্গীত ফোর্স নিয়ে পান্টি বাজারস্থ কাচেরকোল রাস্তায় নজরুলের দোকানের সামনে থেকে ভূয়া পুলিশ পরিচয় দানকারী শামীম ও রুবেল নামের দুইজনকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় খেলনা পিস্তল ও পিস্তলের কাভার জব্দ করা হয়।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, আসামীদ্বয় মিথ্যা পুলিশ পরিচয় দিয়ে চাঁদা আদায়কালে পুলিশ তাদের গ্রেফতার করে। মিথ্যা পুলিশ পরিচয়ে চাঁদা দাবী করায় পেনাল কোডের -১৭০/৩৮৫ ধারায় কুমারখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে,যাহার নাম্বার -২।
পরে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *