নিজস্ব প্রতিবেদক ॥ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন সমাজ থেকে কুসংস্কার,অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার কোন বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্টেডিয়ামের সুইমিংপুল ভবনে আস্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগীতায়, জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৪৬ তম জাতীয়“বি” দাবা চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষা ও ক্রীড়ার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দেশ। এ অঞ্চলের অভিভাবকদের বলব, আপনার ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। আগামী দিনে খেলাধুলার পাশাপাশি আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে যেন তারা ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, দাবা একটা বুদ্ধি-বৃত্তির খেলা। তরুন প্রজন্মদের নিয়ে এধরনের খেলার আয়োজন করতে ক্রীড়া সংগঠকদের প্রতি আহবান জানান। বিভিন্ন পাড়া-মহল্লার খেলার মাঠ উম্মুক্ত রাখতে হবে যেন তারা খেলাধুলার সঠিক পরিবেশ পেতে পারে। আজকের দক্ষ খেলোয়ার আগামী দিনে এই দেশকে গড়ে তুলতে অগ্রনি ভূমিকা রাখবে। খারাপ সঙ্গ ত্যাগ করে, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি ছেলে মেয়েদের খেলাধুলায়ও পারদর্শী করে তুলতে হবে। আর এটা করা শিক্ষক,অভিভাবকের দায়িত্ব। সমাজ থেকে মাদক দূরীকরণে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-পর্ষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ খাইরুল ইসলাম, জেলা ক্রীড়ার সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডঃ অনুপ কুমার নন্দী, সহ-সাধারণ সম্পাদক এ্যাডঃ মোসাদ্দেক আলী মনি, যুগ্ম সাধারণ সম্পাদক সাদাত উল আনাম পলাশ,নির্বাহী সদস্য আলমগীর কবীর হেলাল,কাইয়ুম নাজার,হাবিবুর রহমান বাপ্পী,মীর আইয়ুব হোসেন,কাজী এমদাদুল বাসার রিপন,আনিসুর রহমান,আফরোজা আক্তার ডিউ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দাবা উপ-পর্ষদের সাধারণ সম্পাদক ডাঃ রতন কুমার পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *