ভেড়ামারা প্রতিনিধি ॥চিকিৎসাসেবায় অনন্য সমাজসেবামূলক প্রতিষ্ঠান ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের ১ বছর পূর্তিতে কেককেটে উৎসব পালন করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এবং অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন কর্মসূচি ঘোষনা করেছে স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠানটি। গতকাল বুধবার বিকাল ৪টায় ভেড়ামারা থানার সামনে কাচারীপাড়ায় অবস্থিত বিনামূল্যে চিকিৎসালয়ে কেককাটা এবং অনুষ্ঠানের কর্মসূচী ঘোষনা করা হয়। ২০২০ সালের ১লা ডিসেম্বর করোনা দূর্যোগের মধ্যে ভেড়ামারাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থা’র বিনামূল্যে চিকিৎসালয়। মাত্র ২’শ টাকা জমা দিয়ে একটি হেলথ্ কার্ড সংগ্রহ করে ১ বছরের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, এমবিবিএস অভিজ্ঞ চিকিৎসক এবং দন্ত চিকিৎসকদ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়। রোগ নির্নয়ের জন্য অপ্রয়োজনীয় পরীক্ষাকে না বলুন শ্লোগানে এবং ভেড়ামারার সকল ডায়াগনষ্টিক সেন্টারের সহযোগিতায় প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষায় ২০ ভাগ সহযোগিতার ব্যবস্থা করা হয় সকল রোগীদের। এভাবেই বিগত ১ বছর চিকিৎসা সেবায় অসামান্য অবদান রেখে ভেড়ামারাবাসীর প্রানের প্রতিষ্ঠানে পরিনত হয় বিনামূল্যে চিকিৎসালয়। চিকিৎসালয়ের সুনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের আন্তরিক পূর্ন স্বাস্থ্য সেবায় খুশি হন সেবাগ্রহীতারা। প্রতিষ্ঠানের এমন অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করতেই আয়োজন করা হয় ১বছর পূর্তিতে কেককাটা উৎসবের। ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক শাহ্ জামাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত কেক কাটা উৎসবে অংশনেন, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের নিয়মিত চিকিৎসক, কুষ্টিয়ার সুনামধন্য নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ রকিউর রহমান রকিব, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অর্থপেডিকস সার্জন এবং হাড় জোড় রোগ বিশেষজ্ঞ ডাঃ শামসুল আরেফিন সুলভ, রাজশাহী মেট্রপলিটন হাসপাতালের সাবেক মেডিকেল অফিসার, মেডিসিন, চর্ম-যৌন, মা ও শিশু রোগে অভিজ্ঞ ডাঃ সাফফাত হোসাইন রানা, দন্ত চিকিৎসক মাহমুদ্দোল্লাহ সোহেল, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সহ-সভাপতি ডাঃ মোঃ আরিফুল ইসলাম সহ ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টে’র সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধায়ন এবং পরিচালনা করেন, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সাধারন সম্পাদক নোমান জহির রাজা এবং অর্থ বিষায়ক সম্পাদক মোঃ উজ্জল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *