মোঃ রিয়াদুস সালেহীন : বাংলাদেশ আনসার ও ভিডিপি একটি আধা-সামরিক বাহিনী। বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ ও সংরক্ষণের জন্য গঠিত একটি বাহিনী। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়। আনসার মূলত একটি আরবি শব্দ যার অর্থ যে ব্যক্তি সাহায্য করে এবং বিশেষ করে তাদের বুঝায় যারা মুহাম্মদ (সা.) এর সাথে মক্কা থেকে মদীনায় হিজরত করে আসা মুহাজিরদেরকে সাহায্য করেন। বর্তমানে এই বাহিনী তিনটি শাখার সমন্বয়ে গঠিত।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ও জনসম্পৃক্ত একটি বৃহৎ শৃঙ্খলা বাহিনী। এ বাহিনীর সাহসিকতা ও কর্মদক্ষতা বর্তমানে সর্বজনীনভাবে স্বীকৃত। অবিশ্বাস্য লাগলেও সত্য যে বাংলাদেশ আনসার ও ভিডিপি পৃথিবীর সর্ববৃহৎ একক বাহিনী। বর্তমান এক্টিভ ও রিজার্ভ মিলে ৬০ লক্ষাধিক সদস্য আছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে। এ বাহিনীতে ২টি মহিলা ব্যাটালিয়ন এবং ৪২টি আনসার ব্যাটালিয়ন রয়েছে। বাহিনীর জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত এ বাহিনী এক গৌরবময় অধ্যায় রচনা করে যাচ্ছে। এ বাহিনীর সদরদপ্তর ঢাকাতে হলেও প্রতিটি জেলায় এর কার্যালয় রয়েছে। অন্যান্য জেলার মত কুষ্টিয়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শান্তি এবং শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কুষ্টিয়া বাস টার্মিনাল হতে ০৬ কি.মি দূরে কুষ্টিয়া- ঝিনাইদহ মহাসড়কের পাশে বটতৈলে এ বাহিনীর কার্যালয় অবস্থিত।বর্তমানে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুষ্টিয়া শাখার জেলা কমান্ড্যান্ট জনাব সোহেলুর রহমান। তিনি ২০১৯ সালে যোগাদানের পর তার শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে কুষ্টিয়া জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।বাহিনীর নীতিবাক্য ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ কে পূঁজি করে একের পর এক উন্নয়ন সাধন করছেন। যোগদানের পরে সার্বিক প্রশিক্ষণের মান উন্নয়ন করেছেন, প্রশিক্ষনার্থীদের খাবারের মান উন্নয়ন করেছেন।জেলা কমাড্যান্ট কার্যালয়ের শোভা বর্ধন এবং সীমানা প্রাচীর নির্মাণ করেন। প্রশিক্ষণীদের জন্য ডাইনিং ও প্রশিক্ষণ ভবন নির্মান, দৃষ্টিনন্দন আলোকসজ্জিত পুকুর ঘাট স্থাপন এবং অফিস প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করেন। তিনি নিজে তদারকি করে পুরো জেলা কমান্ড্যান্ট এর পুরো কার্যালয় প্রাঙ্গণকে দৃষ্টিনন্দিত করেছেন। জনগণের জানমাল রক্ষায় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য অংগীভূত পিসি, এপিসি ও আনসার সদস্যদের নিয়মিত নিদর্শন এবং পরামর্শ দিয়েছেন। দুস্থ ভিডিপি সদস্যদের আর্থিক সহায়তা, সেলাই মেশিন এবং সাইকেল বিতরণ করেন।আনসার ভিডিপির নিহত সদস্যদের পরিবারের হাতে প্রাপ্য আর্থিক চেক দ্রুত হস্তান্তর, দায়িত্বে থাকা আনসার সদস্যদের সার্বিক সহযোগীতা নিশ্চিত করেন। করোনা মহামারী শুরু হবার পর জেলা কমান্ড্যান্ট এর নেতৃত্বতে শুরু হয় বিভিন্ন কর্মযোগ। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে মানুষকে নিরাপদ রাখতে লিফলেট বিতরণ এবং জনসচেতনতা তৈরি করতে প্রতি নিয়ত কাজ করেছে আনসার ও ভিডিপি বাহিনী। জনার সোহেলুর রহমানের উদ্দ্যোগে করোনা মহামারীতে ১৮০০ জন দুস্থ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা কমান্ড্যান্টের নির্দেশ মোতাবেক বাড়িতে বাড়িতে গিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লিখনী এবং ছোট চলচ্চিত্র এর মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। কুষ্টিয়ায় করোনা আক্রান্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যদের সব সময় পাশে থেকে করোনা দূর্যোগের ঢালের ভূমিকা পালন করেন কমান্ড্যান্ট সোহেলুর রহমান। তার সঠিক নির্দেশনার কারনে করোনার প্রকপ মোকাবেলা করতে কুষ্টিয়া জেলা আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী জন্য সহজতর হয়।করোনার বৈশ্বিক মহামারির সময় এ বাহিনীর সাহায্যের কথা কুষ্টিয়াবাসী কখনো ভুলবে না। মুজিবর্ষের অংশ হিসেবে ১০০০ গাছের চারা বিতরণ করেন জেলা কমান্ড্যান্ট জনাব সোহেলুর রহমান। তিনি যোগদানের পর থেকে প্রতি বছর শীত মৌসুমে দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেন। জেলা কমান্ড্যান্ট মুজিবর্ষকে সফল করতে বছর জুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেন। তিনি প্রতিনিয়ত এমন হাজারো উন্নয়নমূলক কাজ করে দৃষ্টান্তমূলক তৈরী করে চলেছেন। একজন প্রকৃত নিষ্টাবান এবং পরিশ্রমী মানুষ ছাড়া এতো কাজ একা হাতে করা সম্ভব না। বর্তমানে জনাব সোহেলুর রহমান সবার কাছে একটি অনুপ্রেরণার নাম। দিন রাত এক করে জনসাধারণ এবং তার বাহিনীর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এমন একজন সৎ এবং নিষ্ঠাবান জেলা কমান্ড্যান্টের সাথে কাজ করে বাহিনীর কর্মকর্তা-কর্মচারীরা অনেক গর্ববোধ অনুভব করেন। তার মত এমন পরিশ্রমী কর্মকর্তা প্রতিটি কার্যালয়ে থাকলে বাংলাদেশের উন্নতি আবশ্যিক। বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে এমন যুগান্তকারী উন্নয়নমূলক কাজ চলতে থাকলে এ বাহিনী প্রশংসা বিশ্বের দরবারে আরো বিস্তার লাভ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *