আবুল হোসেন,রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে টাপুর ও টুপর (১০)
নামে যমজ
দুই বোনের মৃত্যু হয়েছে। তাদের বয়স ১০ বছর। তারা স্থানীয় মুনস্টার স্কুলের
তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে হৃদয় বিদারক
এ দূর্ঘটনা ঘটে। টাপুর-টুপুরের বাবার নাম হোসেন শেখ। তাদের বাড়ী পৌর ৯নং
ওয়ার্ডের বদিউজ্জামান বেপারী পাড়ায়। শিশু দুটি তার দরিদ্র নানী আন্না বেগমের
কাছে উপজেলা জামতলা বাজারের পাশে ভাড়া বাসায় থাকতো। কয়েক বছর আগে মা-বাবার
মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাওয়ায়
মা রিনা খাতুনসহ নানির কাছেই ছিল টাপুর-টুপুরের বসবাস। আন্না বেগম উপজেলার
বিভিন্ন অফিসে ফুট-ফরমায়েশ খেটে অতিকষ্টে টাপুর-টুপুরকে ভরনপোষণ করছিল।
শনিবার দুপুরে স্কুল থেকে বাড়ীতে ফিরে তারা গোয়ালন্দ উপজেলার পুকুরে গোসল করতে
নামে। ওই সময় পুকুরে আর কেউ ছিলো না। শিশুর নানী ও স্থানীয়রা তাদেরকে না দেখে
চারিদিকে
খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে স্থানীয় এক ব্যক্তি গরুর ঘাস ধোয়ার জন্য
পুকুরে নামতেই শিশু দুটির মরদেহ ভেসে থাকতে দেখে। পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত
উদ্ধার কওে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
তাদেরকে মৃত বলে ঘোষনা করেন। তাদের এ অকাল মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায়
শোকের ছায়া নেমে এসেছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, যমজ দুটি শিশু পুকুরে ডুবে
যাবার খবর শোনা মাত্রই থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। শিশু দুটির মৃত্যুতে থানায়
একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
