রফিক কুষ্টিয়া : কুমারখালীর প্রথম শিল্প উদ্যক্তা ও কুমারখালী পৌরসভার বার বার নির্বাচিত সাবেক মেয়র জননেতা অানছার প্রামানিক একজন আলোকিত মানুষ। পেশাগত জীবনে একজন সফল ব্যবসায়ী, সমাজের কল্যাণে নিজেকে করেছেন নিবেদিত, যুক্ত রয়েছেন বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে। তার একমাত্র সন্তান এ্যাডঃ জাকারিয়া আনছার মিলন ভাই। ব্যক্তিগত জীবনে তিনি একজন উদার মনের মানুষ। যার মধ্যে নেই কোন অহংকার আছে শুধু ভালোবাসা। তিনি সব সময় জনকল্যাণে রাজনীতি করে আসছেন। আল্লাহ তুমি আমার এই প্রাণপ্রিয় পরিবারের প্রতি রহমত কর এবং তাদেরকে সুস্থতা দান কর। সবাই এই পরিবারের প্রতি দোয়া করবেন।