গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ি সীমান্ত বিজিবি পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। তেঁতুলবাড়ি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার হাফিজুর রহমানের নেতৃত্বে, শুক্রবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮ টার সময় মেইন পিলার 138/ 4S হতে দুইশ গজ বাংলাদেশের অভ্যন্তরের খাসমহল মাঠ থেকে ৩ কেজি ও দিবাগত রাত দুইটা সময় মেইন পিলার 141/ 2S হতে দুইশ গজ বাংলাদেশের অভ্যন্তরের মথরাপুর হতে ভারতীয় ২ কেজি পরিত্যক্ত অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়।

তেঁতুলবাড়ি বিজিবি সূত্র জানায়, রাত্রিকালীন রন পাহারা করার সময় পৃথক দুটি স্থানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *