আবুল হোসেন,রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ থেকে অপহরনের ১৭দিন পর এক কলেজ ছাত্রীকে
৮ এপ্রিল শুক্রবার ঢাকার আশুলিয়া এলাকা থেকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

এসময় অপহরনের সাথে জড়িত থাকার দায়ে আশিক শেখ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের মোস্তফা শেখের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ মার্চ গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়রেন মোল্লাপাড়া গোরস্থানের সামনে থেকে ওই কলেজ ছাত্রীকে অপহরন করা হয়। এ বিষয়ে অপহৃত কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় আশিক শেখ সহ আরো ৩জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২/৩ জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, অপহৃত কলেজ ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় ঘটনায় জড়িত আশিক শেখকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে শুক্রবারই রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *