আবুল হোসেন, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলার কোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা পুরবি ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় শিক্ষিকা পুরবির স্বামী ও কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক ফরহাদ বিশ্বাস ও এইচএসসি পরুয়া ছেলে তাহারাত হাসান লিমনকে আটক করেছে পুলিশ।
শনিবার ৯ এপ্রিল সকালে পুরবি ইসলাম ও ফরহাদ বিশ্বাস দম্পত্তির একটি ঘর থেকে পুরবি ইসলামের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী থানা পুলিশ।
এ ঘটনায় পুরবি ইসলামের পরিবারের পক্ষ থেকে এটিকে হত্যাকান্ডের দাবী
করা হয়েছে। আর প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের দাবীতে অবস্থান নেয় রাজবাড়ী সদর হাসপাতালে।
পুলিশ মরদেহটি ময়না তদন্তের জন্য রাজবাড়ীর মর্গে প্রেরন করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, শিক্ষিকার
মৃত্যর খবর পেয়ে জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। সেই সাথে মৌখিক অভিযোগের ভিত্তিতে শিক্ষিকার স্বামী ও ছেলেকে আটক করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলেই এই ঘটনার আসল রহস্য জানা যাবে। এ ব্যপারে পরবর্তী আইন পদক্ষেপ চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *