নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার ভেড়ামারা রেল স্টেশনের পূর্ব পাশে স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের ওপর বসেছে কবুতরের হাট। দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়েই কয়েকশতাধিক কবুত ব্যবসায়ীরা ব্যবসা করে চলেছেন রেল পথে বসেই। রেলওয়ে কর্তৃপক্ষের এ ব্যাপারে কোনো নজর নেই। আশঙ্কা রয়েছে বড় ধরনের দুর্ঘটনার। রেললাইনের ওপরে হাট বসিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহল সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান,রেললাইনের ওপরে বাজার বসিয়ে একটি প্রভাবশালী মহল সুবিধা নিচ্ছেন। দীর্ঘদিন ধরে ভেড়ামারা রেলস্টেশন সংলগ্ন রেললাইনের ওপর বসছে কবুতরের হাট। শুধু তাই নয়, হাঁস, মুরগীর হাটও রেল পথ দখল করেই এভাবেই ঝুঁকি নিয়ে বসে। এতে এখানে প্রায় ঘটে প্রাণহানির মতো ঘটনা। প্রভাবশালীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভেড়ামারা শহরবাসী।
ব্যবসায়ীরা বলছেন,পেটের তাগিদে ঝুঁকি নিয়ে ছোট বড় ঝাকা ঝুঁড়ি নিয়ে বসি। এখানেও প্রভাবশালীদের চাঁদা দিয়ে ব্যবসা করতে হয়। অন্য জায়গায় বসে ব্যবসা করার জায়গা দিলে সেখানেই বসবো আমরা। রেল পথে ঝুঁকি নিয়ে নানান চিন্তা নিয়ে ব্যবসা করতে কষ্ট হয়।
ব্যবসায়ী নুর সালাম বলেন,‘ট্রেন আসার সময় জিনিসপত্র সরিয়ে নিই। ট্রেন চলে গেলে আবার বসে পড়ি। এভাবে দীর্ঘদিন পার হয়ে গেল। পেটের তাগিদে অনেক কিছুই করা লাগে। জানি ঝুঁকি তাও বাধ্য হয়ে এখানে বসি।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার বলেন,রেল পথে কবুতরের হাট বসায় এর আগেও সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। আবারও সেখানে অভিযান পরিচালনা করবো।