ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় ৫ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদাণ করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে এদেরকে টাপেন্টা ট্যাবলেটসহ আটক করেন কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পরে তাদের ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীনেশ সরকারের কার্যালয়ে হাজির করা হয়।
বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রাপ্তরা হলেন, মুরাদ (৩২), মহব্বত আলী (৩০) মাসুদ (২০), দুলাল (৪০), বাবু সেখ (৩০)।
অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মাহবুবা জেসমিন রুমা, উপ-পরিদর্শক, মনোয়ার হোসেন, এএসআই হোসেন আলী প্রমুখ।