নিজস্ব প্রতিবেদক : গত ১৪ এপ্রিল ২০২২ তারিখ আনুমানিক ১৩৫০ ঘটিকায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর নায়েক মোঃ মনিরুল ইসলাম এর নেতৃত্বে বিলগাথুয়া গ্রামের সুকেত ফকিরের পরিত্যাক্ত বাড়ির পার্শ্ব হতে অভিযান পরিচালনা করে মোঃ সান্টু হোসেন, পিতা-রহিদুল মোল্লা, গ্রাম- বিলগাথুয়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে ভারতীয় ২৫ বোতল ফেন্সিডিল, ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ গ্রাম হিরোইন, ০১টি টাইটানিক বাটন মোবাইল, ০২টি গ্রামীন সিম এবং ০১টি প্লাস্টিক ব্যাগসহ আটক করেছে বিজিবি।