দৌলতপুর প্রতিনিধি : বাংলা নববর্ষ উপলক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসন বৃহস্পতিবার মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বকুল তলায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ দৌলতপুর উপজেলা প্রশাসনের বর্ষবরণ উৎসব। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত সুধীজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।