হরিণাকুণ্ডু প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে প্রেমিকাকে না পেয়ে বিষপানে প্রেমিকের আত্মহত্যা অভিযোগ উঠেছে। নিহত সবুজ (২০) হরিণাকুণ্ডু উপজেলার রামচন্দ্রপুর গ্রামের খালেকের ছেলে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিষপান করলে স্থানীয়রা তাকে প্রাথমিকভাবে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা বলেন,স্থানীয় একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল নিহত সবুজের,গত কয়েকদিন পূর্বে মেয়েটির হাতে আংটি পরায় বরপক্ষ, এতে মেয়েটির সম্মতি থাকায় সে বিষপান করে।
এব্যাপারে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তিনদিন পূর্বে বিষপান করে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি ছিলো লাশ এখনো আসে নাই আসলে পরে বিস্তারিত জানানো হবে।