ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ভেড়ামারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চলতি খরিপ- ১/ ২০২২/২৩ মৌসুমে(২২১-২২ অর্থ বছর) উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭ শত জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ সার ও ধানের বীজ বিতরণের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম।
এছাড়াও অতিরিক্ত কৃষি আসিফার মাহমুদা সুলতানা, অতিরিক্ত কুষি অফিসার শাহানাজ ফেরদৌসসহ কৃষকরা উপস্থিত ছিলেন।