নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরে শ্যালো মেশিনচালিত নছিমন উল্টে আমিরুল ইসলাম (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে আলামপুর ইউনিয়নের বালিয়া পাড়া ব্রিজ সংলগ্ন এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম ঝিনাইদহ জেলার বিজয়নগর এলাকার আমজাদ হোসেনের ছেলে।সে আলামপুর গরুর হাটে গরু বেচা-কেনা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,গরু ব্যবসায়ী আমিরুল
শ্যালোমেশিন চালিত নছিমন যোগে আলামপুর গরু হাটে আসছিলেন। এসময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর বালিয়া পাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এসে পৌঁছালে শ্যালো মেশিনচালিত নছিমনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে নছিমনটি উল্টে যাত্রী আমিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
কুষ্টিয়া মডেল থানার(ওসি) সাব্বিরুল আলম এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *