নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার কুমারখালিতে পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১লক্ষ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এঘটনায় পুকুরের মাছ চাষি আব্দুল মান্নান স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন। শনিবার দিবাগত রাতে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা রেলগেট এলাকায় একটি পুকুরে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১লক্ষ টাকার ক্ষতি হয়েছে মাছ চাষি আব্দুল মান্নানের।
ভুক্তভোগী মাছ চাষি আব্দুল মান্নান বলেন, ২০ হাজার টাকায় ১৫ কাটা জমির পুকুর ইজারা নিয়েছি। পাঁচ মাস আগে ৭ থেকে ৮ মণ কার্প জাতীয় মাছ দিয়েছিলাম পুকুরে। গ্রামের কয়েকজন পূর্বশত্রুতার জেরে রাতের আধাঁরে পুকুরে বিষ দিয়েছে।
আজ দুপুরে পুকুরে গিয়ে দেখি পানিতে ভাসছে বিভিন্ন প্রচাতির মাছ গুলো। এতে সব মাছ মরে পানিতে ভাসছে। আমার প্রায় ১লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, স্বপ্ন ছিল মাছ গুলো আবাদ করে ঋণ দেনা শোধ করবো। তা আর হলো না। প্রতিবেশীর পূর্বশত্রুতার জেরে সব স্বপ্ন আমার ভেঙে গেল। আমার স্বপ্ন এখন পানিতে ভাসছে। স্থানীয় থানায় অভিযোগ করেছি। এমন নিকৃষ্ট কাজের সঙ্গে জড়িতদের কঠোর বিচার দাবি করছি।
কুমারখালী থানার (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন,বিষ প্রয়োগে মাছ নিধনের খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।