নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২২ এপ্রিল ২০২২ ইং তারিখ রাত ০৯:৫৫ ঘটিকার সময় ‘‘চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন হাটকালুগঞ্জ গ্রামে ” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০০ (একশত) পিছ ইয়াবা, যাহার মূল্য আনুমানিক-৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, ২১ (একুশ) বোতল ফেনসিডিল, যাহার মূল্য আনুমানিক-২১,০০০/- (একুশ হাজার) টাকা, ০৫টি মোবাইল ফোন, ০৬টি সীম ও ০১টি মোটরসাইকেল সহ ০৫ জন আসামী ১। মোঃ জীবন শেখ (৩৭), পিতা- মোঃ সিরাজুল ইসলাম, সাং- হাটকালুগঞ্জ, থানা-চুয়াডাঙ্গা সদর, ২। আবুল কালাম @ মিল্টন (৩৫), পিতা-আবু সিদ্দিক, সাং- হরিশচন্দ্রপুর, থানা-দর্শনা, ৩। নওশাদ আলী @ নওশাদ (৩৭), পিতা-নুরু গোলদার, সাং-ঠাকুরপুর, থানা-দর্শনা, ৪। আনারুল ইসলাম (২৭), পিতা-আব্দুল ওহাব, সাং- হাটকালুগঞ্জ, থানা-চুয়াডাঙ্গা সদর, ৫। মোঃ নুরুন্নবী (৪০), পিতা-মৃত দুলাল মন্ডল, সাং-নতুন বাস্তুপুর, থানা-দামুরহুদা, সর্ব জেলা- চুয়াডাঙ্গা’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদেরকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।