আবুল হোসেন, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আক্কাছ আলী হাই স্কুলের  ম্যানেজিং কমিটির  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২০এপ্রিল বুধবার সকাল ১১ঘটিকায় স্কুলের প্রধান শিক্ষকের কার্যালয়ে ৯ জন সদস্য ভোটের মাধ্যমে ম্যানেজিং কমিটির সভাপতি  নির্বাচিত করেন। সভাপতি পদে দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক বেপারী ৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী  মো.মোস্তফা মুন্সী ৪ ভোট পান। ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন আ. মালেক বেপারী, মো. মোস্তফা ফকির,আবু তালেব বেপারী,আল আমিন সরদার, রেহেনা বেগম,মো. মনিরুজ্জামান, মোহাম্মদ ফরহাদ রহমান, নাজমা খাতুন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান।
প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, সকাল ১১টা থেকে ভোট গ্রহন শুরু হয়।  ম্যানেজিং কমিটির ৯জন সদস্য তাদের  ভোটের মাধ্যমে  সভাপতি নির্বাচিত করেছেন। আগামী দুই বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *