মিরপুর প্রতিনিধি॥ কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার প্রেসক্লাবের কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দারের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর।
এ সময়ে উপস্থিত ছিলেন চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, বাবলু রঞ্জন বিশ্বাস, আছাদুর রহমান বাবু, সাবেক আহবায়ক হুমায়ূন কবির হিমু, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম লিটন উজ জামান, মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আনন্দ কুমার কুন্ডু, এজিএম মেহেদুল হাসান মেহেদী, মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলাল হোসেন, আমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজম, বাংলাদেশ শিক্ষক সমিতি মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম, সুলতানপুর হাজী আব্দুর রশিদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, যুগ্ম-সাধারণ সম্পাদক মারফত আফ্রিদী, অর্থ-সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম, প্রচার ও দপ্তর সম্পাদক ফিরোজ আহাম্মেদ, সদস্য জমির উদ্দিন, আমলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক জাহিদ হোসেন, আলম মন্ডল, সুমন মাহমুদ, নাঈম খন্দকার, হাফিজুর রহমান, আশরাফুল আলম হীরা, মালেক জোয়ার্দ্দার, ছাত্রলীগ নেতা আসলাম আরেফিন, দলিল লেখক রফিকুল ইসলাম জোয়ার্দ্দার, ব্যবসায়ী কামরুল ইসলাম, মজিবুল হক, নাসির উদ্দিন প্রমুখ। ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি এবং অগ্রগতি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন সুলতানপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াহাব।