নিজস্ব প্রতিবেদক : বিদেশী বহুজাতিক কোম্পানির আগ্রাসন থেকে দেশীয় তামাক কোম্পানীগুলো বাচিঁয়ে রাখতে সংরক্ষিত ৪০ শতাংশ মনোপলি আইন কার্যক্ররসহ ২০ দফা দাবীতে কুষ্টিয়ায় তামাক চাষীরা মানববন্ধন করেছে। ২৬ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টায় ডিসি কোর্টের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েক শ’ অবহেলিত তামাক চাষী অংশ নেন। এতে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা তামাক কল্যাণ সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, তামাক চাষীদের নেতা একরামুল হক।
বক্তারা বলেন, শুধুমাত্র নীতি সহায়তা না থাকায় বিদেশী কোম্পানিগুলোর একচেটিয়া বাজার সৃষ্টি হয়েছে। এতে দেশীয় ৩০ টি কোম্পানি ধ্বংসের পথে। এতে কর্মরত ৫০ হাজার কর্মকর্তা-কর্মচারী ও ৫০ হাজার এবং ৫০ হাজার তামাক চাষীর রুটি রুজি হুমকির মুখে পড়েছে। তাই দেশীও তামাক শিল্প রক্ষায় ৪০ শতাংশ মনোপলি আইন কার্যক্ররসহ ২০ দফা দাবী আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। না হলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষনাও দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *