নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়া প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৪ এপ্রিল) কুষ্টিয়া পৌরসভার মজিবর রহমান মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুর আমন্ত্রণে ইফতার ও দোয়া মাহফিলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতা, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সর্বস্তরের মানুষ অংশ নেন। কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুর পরিচালনায় ইফতারের আগে এক সংক্ষিপ্ত মতবিনিময়ে অংশ নেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃনাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান মাসুম, বিএএমএ কুষ্টিয়ার সভাপতি ও মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ এসএম মুসতানজিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আমিনুল হক রতন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এ্যাড. অনুপ কুমার নন্দী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ শাহীন সরকার, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রশীদ চৌধুরী। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ঈদুল ফিতরের, আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, যার যার অবস্থান থেকে কুষ্টিয়ার উন্নয়নে এগিয়ে আসতে হবে। পুলিশ সুপার খায়রুল আলম প্রেসক্লাবের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন-সুন্দর কুষ্টিয়া গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

এসময় কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম মওলা, নুরুন্নবী বাবু, সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ন সাধারণ সম্পাদক জুবায়ের রিপন ও সিরাজ পরামানিক, কোষাধ্যক্ষ এম. লিটন-উজ-জামান, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক তৌহিদী হাসান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক নিজাম উদ্দিন, নির্বাহী সদস্য চৌধুরী মুরশেদ আলম মধু, হাসান আলী, আব্দুর রাজ্জাক বাচ্চু, শামসুর নাহার কথা, দেলোয়ার মানিক, ইব্রাহিম হোসেন মিরাজ, আহসান আলীসহ সাধারণ সদস্য ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া প্রেসক্লাবের প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক তৌহিদী হাসান। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে এক বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য আক্তার হোসেন ফিরোজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *