হরিণাকুণ্ডু প্রতিনিধি : সঠিক পুষ্টিতে সুস্থ জীবন,এই প্রতিপাদ্য বিষয়ককে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ দিবসের এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ শিক্ষক ও সাংবাদিকদের নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ দিবসের তৃতীয় দিনে পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠানে,ডাঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায়,পুষ্টি বিষয়ক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ শুভ্রা রাণী দেবনাথ। জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল) সাত দিনের কর্মসূচী সফল করার জন্য অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পুষ্টি বিষয়ক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা,
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ,উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা শিউলী রাণী,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান,
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফিরুল ইসলাম, হরিনাকুণ্ডু প্রেস ক্লাবের সহ-সভাপতি সাইফুল রহমান বাদল,সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ প্রমূখ।