ভেড়ামারা প্রতিনিধি : ঈদ উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার কুষ্টিয়ার ভেড়ামারার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রেকসোনা খাতুন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন,  পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  শামিমুল ইসলাম ছানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া সিট,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.  নুরুল আমিন, ভেড়ামারা থানার পরিদর্শক  (তদন্ত) নান্নু খান, উপজেলা প্রকৌশলী আবুল হাসেম প্রমুখ।
অতিথিবৃন্দ ২৩ জন গৃহহীনদের হাতে গৃহের দলিলপত্র হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *