খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা,এই মৌলিক চাহিদা মানুষের জীবনে একে অপরের সাথে জড়িত। ৫ জানুয়ারী নির্বাচনের পর থেকে ইউনিয়নের নানা মূখী  উন্নয়ন কর্মকাণ্ডের পথ পাড়ি দিচ্ছেন ভায়না ইউনিয়ন  চেয়ারম্যান। সে লক্ষ্যে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঝিনাইদহ-২ আসনের মাননীয় জাতীয় সাংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি এমপির উদ্যোগে গরিব দুঃখী মেহনতী মানুষের মাঝে ঈদ বস্ত্র উপহার হিসাবে শাড়ি লুঙ্গী তুলে দিলেন, তারুণ্যের অহংকার সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান নামজুল হুদা তুষার আহম্মেদ।
এখানেই শেষ নয় উপজেলার ভায়না ইউনিয়ন পরিষদে ঈদ-উল-ফিতর উপলক্ষে বুধবার (২৭ এপ্রিল) ভিজিএফ এর খাদ্যশস্য সহায়তার কর্মসূচীর আওতায় অসহায় প্রতি পরিবারে মধ্যে ১০ কেজি চাউল বিতরণ করা হয়।
ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ,অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এই সহায়তা প্রদান করা হবে। বিশেষ করে দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হচ্ছে। আগামী শুক্রবার ২৯ এপ্রিলের মধ্যে বিতরণ নিশ্চিত করা হবে বলে জানান, ইউপি চেয়ারম্যান তুষার।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, একটি বাড়ি একটি খামার আঞ্চলিক ব্যবস্থাপক মাহফুজুল হক সহ পরিষদের সকল ইউপি সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *