নিজস্ব প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার বিকেলে কুষ্টিয়া নির্মান শ্রমিক ইউনিয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহরের জেলখানা মোড়ে নিজ কর্যালয়ে এসে শেষ হয়। পরে নির্মান শ্রমিক ইউনিয়ের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্মান শ্রমিক ইউনিয়ের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক রাজন মালিথাসহ ইউনিয়নের নেতৃবৃন্দরা ও অতিথিরা। এসময় বিএসসিএফ এর সভাপতি ওয়ারেশ আহম্মেদ, নির্মান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক নূর ইসলাম রনি,কুষ্টিয়া শহর আওয়ামিলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।