নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রেনে কাটা পড়ে মিলন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে দক্ষিণ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। সে উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা গ্রামের মৃত আফিল মন্ডলের ছেলে।
এ বিষয়ে পোড়াহ রেলওয়ে পুলিশের ওসি মো. মন্জের আলী স্থানীয়দের বরাত দিয়ে বলেন, নিহত মিলন ঘটনাস্থলের কাছে বসে ছিলো। সকাল ১০ টায় রাজশাহী থেকে ভাঙ্গাগামী মধুমতী এক্সপ্রেস ট্রেন ভেড়ামারা রেলগেট এলাকায় আসলে কাটা পড়ে নিহত হয়। তবে অনেকে বলেছে সে ট্রেনের নিচে ঝাপ দিয়েছিলেন। লাশ উদ্ধার করে পোষ্ট মোর্টমে পাঠানো হয়েছে।