ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৭নং ওয়ার্ডের গোন্ডেন ষ্টার চাইন্ড হোম স্কুলে বৃহস্পতিবার পৌরসভার উন্নয়ন পরিকল্পনার প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ভেড়ামারা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর খসরুজ্জামান ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি সদর দপ্তরের কনসালটেন্ট খন্দকার হাফিজুর রহমান, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, কাউন্সিলর জঙ্গলী খাতুন, চঞ্চল হোসেন প্রমুুখ। ভেড়ামারা পৌরসভা আগামী ৫বছরের জন্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। #