নিজ সংবাদ॥ কুষ্টিয়া ইসলামীয়া কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্বভার গ্রহন করলেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুল ইসলাম। গতকাল রবিবার সকালে দায়িত্বভার গ্রহন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি শামসুর রহমান বাবু। কলেজের প্রিন্সিপাল নওয়াব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব নিযুক্ত ভাইস প্রিন্সিপাল হাবিবুল ইসলাম,কলেজের গভর্নিং বডির সদস্য রসায়ন বিভাগের শিক্ষক সিরাজুল ইসলাম, কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মোঃ স্বপন আলী। এসময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রধান শেখ আশরাফ উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রধান নাসির উদ্দিন, ফিন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান আতাহার আলী, পদার্থ বিজ্ঞানের প্রধান আবুল হোসেন হাজি, সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান তামান্না বিথি, শিক্ষক পরিষদের সাবেক সাধারন সম্পাদক রোমেনা ইসলাম, সহকারী অধ্যাপক জেসমিন নাহার, প্রভাষক সাদিয়া ফারজানা, ইতিহাস বিভাগের ইসলামের ইতিহাস বিভাগের সেলিনা সুলতানা, কামরুন্নাহার, লস্কর আলী, টিপু সুলতান, শহিদুল ইসলাম, শেখ আশরাফ উদ্দিন, নাসির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ গভর্নিং বডির সভাপতি শামসুর রহমান বাবু বলেন, ইসলামিয়া কলেজ এই জেলার ঐতিহ্যবাহি একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজের সকল শিক্ষক ও কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্ঠায় এর ঐতিহ্য ধরে রেখে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এই কলেজের একাডেমিক কার্যক্রমে গতিশীলতা এবং লেখাপড়ার মান বৃদ্ধিতে একজন সার্বক্ষনিক ভাইস প্রিন্সিপাল খুবই প্রয়োজন ছিল। আজ সিনিয়র শিক্ষক হাবিবুল ইসলামকে দায়িত্ব দেয়ার মধ্য দিয়ে সেই সমস্যা কাটিয়ে কলেজের সার্বিক উন্নয়ন সাধিত হবে বলে আশা রাখি। তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়ন সকলের সার্বিক সহযোগতিা ছাড়া সম্ভব নয় তাই আমি কলেজের সভাপতির দায়িত্বকালীন আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। তিনি বলেন, ভাইস প্রিন্সিপাল হাবিবুল ইসলাম একজন যোগ্য ও বিচক্ষন শিক্ষক। তিনি নতুন দায়িত্বভার গ্রহনের মধ্যে দিয়ে কলেজ অনেক উপকৃত হবে বলে আশা রাখি। সভাপতির বক্তব্যে কলেজের প্রিন্সিপাল নওয়াব আলী বলেন, হাবিবুল ইসলাম এই কলেজের জন্য একজন যোগ্য ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্বে কলেজের একাডেমিক কার্যক্রমে গতিশীলতা পাবে বলে আশা রাখি। তিনি নতুন ভাইস প্রিন্সিপালকে সহযোগিতার আহবান জানান। নবাগত ভাইস প্রিন্সিপাল হাবিবুল ইসলাম বলেন, আপনাদের সকলের সহযোগিতায় আমার নতুন দায়িত্ব সুচারুভাবে পালন করতে চাই। একার পক্ষে ভাল কোন কাজ করা সম্ভব নয়, সকলের সহযোগিতা ও পরামর্শে ইসলামিয়া কলেজের সামগ্রীক উন্নতি সম্ভব বলে মনে করি। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে নতুন ভাইস প্রিন্সিপালকে কলেজের গভর্নিং বডির সভাপতি, কলেজ প্রিন্সিপাল ও শিক্ষকবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।