নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিলো, আশা করি সামনে যে সংসদ নির্বাচন আসছে তাতেও বিএনপি অংশ গ্রহণ করবে। বিএনপি মুখে নির্বাচনে যাবে না বললেও ভেতরে ভেতরে তারা অংশ নেওয়ার জন্য উদগ্রীব গয়ে আছে।
হানিফ সোমবার সকাল ১১টার দিকে জেলা বীজ প্রত্যায়ন অফিসের নতুন ভবনের উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
হানিফ এ সময় বলেন,‘ ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিতে চাইলেও তাদের জোট সঙ্গী জামায়াত নির্বাচনে না আসায় তার ওই নির্বাচনে আসেনি। জামায়াত নেতাদের দণ্ড হওয়ার কারনে বিএনপি ওই নির্বাচনে আসেনি। তবে সামনের নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে অমরা মনে করছি। আমরাও চাই বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করুক।
সয়াবিন তেল নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, হানিফ এ সময় বলেন,‘ ইউক্রেন যুদ্ধের কারনে শুধু তেল নয়, অনেক পন্যের দাম বেড়েছে। সারা দেশে তেল নিয়ে সংকট তা বিএনপির ব্যবসায়ীরা সৃষ্টি করছে। ব্যবসায়ীদের বড় অংশ বিএনপির। তারা সরকারকে বেকায়দায় ফেলতে তেল নিয়ে সংকট তৈরি করছে।
পরে হানিফ বীজ প্রত্যায়ন অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সেলিম আলতার্ফ জর্জ, গনপুর্তের নির্বাহী জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন, জেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান অনিক, ছাত্রলীগ নেতা শেখ মিজানুর রহমান লালন, বীজ প্রত্যয়ন ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্বাধিকারী মানজিয়ার রহমান চঞ্চল প্রমুখ।
এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, তাদের নেত্রী ও নেতা দুর্নীতিসহ নানা মামলায় দণ্ডপ্রাপ্ত। তারা তো নির্বাচনে অংশ নিতে পারবে না। তাই বিএনপি নেতারা আবোল তাবোল বলছেন। মির্জা ফখরুলও আবোল তাবোল বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *