কুষ্টিয়ার দৌলতপুরে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বামী ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডঃ এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় দৌলতপুর থানা বাজারে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দৌলতপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন হাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য ড. তোফাজ্জল হক। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা শাখার সহ সম্পাদক কামরুল হাসান। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযুদ্ধা কাউছার আলী, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ, তথ্য ও গবেষণা সম্পাদক জহেরুল হক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দৌলতপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মারুফা ইয়াসমিন সুরভী ও সহ সভাপতি মেহেদী হাসান। অনুষ্ঠানে আলোচকরা ডঃ এম এ ওয়াজেদ মিয়ার জীবন দর্শন ও কর্ম নিয়ে আলোচনা করেন। পরে তার আত্মার শান্তি কামনা করে 1 দোয়া অনুষ্ঠিত হয়।
