মিরপুর প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ,মিরপুর উপজেলা জাসদের উদ্যোগে ঈদ পূন:মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (০৭/০৫/২০২২ইং) সকালে উপজেলা অডিটোরিয়ামে ঈদ পূন:মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়। জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদ সভাপতি কুষ্টিয়া-২,মিরপুর-ভেড়ামারা আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু। উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিনের সঞ্চালনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন,জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী,যুগ্ম সাধারন সম্পাদক কারশেদ আলম,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ বাহাদুর শেখ,আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মিলন,কুর্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওমর আলী,ছাতিয়ান জাসদের সভাপতি মোঃ আব্দুল জলিল,মিরপুর উপজেলা জাসদের সদস্য আব্দুল হামিদ,বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ সাইদুর রহমান মন্টু,আমলা ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ আজাম্মেল হক,সদরপুর ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ সাবদার হোসেন মেম্বার,চিথলিয়া ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব,ধুবাইল ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ আব্দুল কাদের মাস্টার,পৌর জাসদের সাধারন সম্পাদক মোঃ সালাউদ্দিন,যুগ্ম সাধারন সম্পাদক নাসির উদ্দিন টোকন,তালবাড়ীয়া ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক হাফিজুর রহমান পিন্টু খাঁন,বারুইপাড়া ইউনিয়ন জাসদের অন্যতম সংগঠক জিয়াউর রহমান জিয়া,ডাঃ মাসুদ রানা,জাতীয় নারী জোটের নেত্রী শেফালী খাতুন, রোমা খাতুন,লিপি খাতুন ও লাভলী ইয়াসমিন। এসময় আরোও উপস্থিত ছিলেন জাসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।