মেহেরপুর জেলা প্রতিনিধি: আসন্ন মেহেরপুর পৌর আওয়ামীলীগের ত্রি বার্ষিক কাউন্সিল শেষে আওয়ামীলীগ নেতা ও মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ভাই ইকবাল হোসেন বুলবুল সভাপতি ও সাবেক ছাত্রনেতা এ্যাড, খ. ম. হারুণ ইমতিয়াজ জুয়েলকে সেক্রেটারী নির্বাচিত করা হয়েছে।
রোববার বিকেলে মেহেরপুর কমিউনিটি সেন্টারে ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের ১ম পর্যায় শেষে ২য় পর্বে রাত ১০ টার দিকে কমিটির সভাপতি ও সেক্রেটারীর নাম ঘোষনা করা হয়। খুলনা বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক তাদের নাম ঘোষনা করেন। দীর্ঘ ১৮ বছর পর কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।