নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া শহরের বনফুড বেকারি গলির একটি মেস থেকে জান্নাত রহমান (২০) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে উদ্ধার করা হয় ওই কলেজ ছাত্রীর মরদেহ। জান্নাত রহমান মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকার জিল্লুর রহমানের মেয়ে। সে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মেসে থেকে কোচিং করতেন।
নিহতের সহপাঠিরা জানান,রাতেও জান্নাতের সঙ্গে কথা হয়েছে। কেনো সে এমন করল তা জানা নেই কারো। কেউ তাকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছে কিনা তা খতিয়ে দেখার অনুরোধ করেন তাঁরা।
কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম জানান, রাতে মেয়েটি তার রুমে একা ছিলেন। আজ সকালে তার মেসের বান্ধবীরা তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে অন্যদের জানায়। পরে পুলিশকে খবর দেয় মেসের মেয়েরা। রুমের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
ওসি আরও জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।