নিজস্ব প্রতিবেদক : গত ১৮ মে ২০২২ ইং তারিখ আনুমানিক রাত ১০.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন জুনিয়াদহ পাঠানপাড়া গ্রামে’’ বিশেষ অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল, ০১ রাউন্ড গুলি, ০১টি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত জব্দ করে ভেড়ামারা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।