মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥ ফরিদপুরে আনন্দঘন পরিবেশে জসীম পল্লী মেলায় বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় পাংশা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসনের বিশেষ করে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাসের সহযোগিতায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মোহাম্মাদ আলী এবং পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডুর পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর কণ্ঠ ও নৃত্য শিল্পীরা জসীম পল্লী মেলায় মনোজ্ঞ সংগীত ও নৃত্য পরিবেশন করে।
এ সময় ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পাংশা শিল্পকলা একাডেমীর সহসভাপতি উত্তম কুমার কুন্ডু, ফরিদপুর জজকোর্টের এপিপি এ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার প্রধান সম্পাদক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন, পল্লী কবি জসীম উদদীন মিউজিয়ামের পরিচালক সৈয়দ সারোয়ার হোসেন, ফরিদপুর জেলা প্রশাসনের উচ্চমান সহকারী আবুল কালাম আজাদ, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পৃষ্ঠপোষক মো. সহিদুর রহমান, পাংশা আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, শাহজালাল ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী বর্ণালী দত্ত, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সঞ্জীব কুন্ডু ও চৈতন্য বসাক, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ পাংশা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাসকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি উত্তম কুমার কুন্ডু।