ই,বি থানা প্রতিনিধি জুয়েল রানা: ইসলামি বিশ্ববিদ্যালয় থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় থানার ভিতরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান রতন অফিসার ইনচার্জ ইসলামি বিশ্ববিদ্যালয় থানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার খাইরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম(প্রাশাসন ও অর্থ)
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয় থানা পুলিশের সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সময় গ্রাম অঞ্চলের মারামারি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহসহ আইনশৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা তৈরি ও জবাবদিহি নিশ্চিত করতে পুলিশের ভূমিকা তুলে ধরা হয় ।