নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া নারী মাুক্তি ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে কুষ্ঠ রোগীদের প্রাপ্ত সুবিধা আদায় এবং তাদেরকে সহায়াতা করার জন্য আজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় কুষ্টিয়া ১নং হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়া । এসময় কুষ্ঠরোগীদের কি ধরনের সুবিধা দেওয়া যেতে পারে সে বিষয়ে স্থান সরকার মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন তারা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং হাটশ-হরিপুর উনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মোস্তাক হোসেন মাসুদ, আরো উপস্থিত ছিলেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি মুশফিক রহমান ও সুতিত মৌনিক। ইউনিয়ন পরিষদের সকল ওয়াার্ডের মেম্বার উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন তার দপ্তর থেকে এই কুষ্ঠ রোগীদের যে ধরনের সেবা দেওয়া যায়া তিনি সার্বিক সহায়তা করবেন বলে তিনি জানান।