নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ভাতাপ্রাপ্ত পুরোহিত ও সেবাইতদের ১ম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২ টার দিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্মীয় ও আত্ম-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্প(২য় পর্যায়) কুষ্টিয়ার আয়োজনে কুষ্টিয়া শহরের শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের আলোচনা সভায় প্রকল্প পরিচালক প্রফেসর শিখা চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ সারমিন আক্তার। এ সময় অতিথি হিসেবে অনলাইনে যোগ দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নান্টু রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নরেন্দ্র নাথ সাহা, জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি এ্যাডঃ শংকার মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক নিলয় কুমার সরকার, জেলা ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদনা অমিত কুমার বাগচী, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-প্রচার সম্পাদক দেবাশীষ দত্ত ও চুয়াডাঙ্গা জীবননগর পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জীবন সেন। স্বাগত বক্তব্য রাখেন ধর্মীয় ও আত্ম-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইদদের দক্ষতাবৃদ্ধি করণ শীর্ষক প্রকল্পের জুনিয়ার কনসালটেন্ট অশোক চ্যাট্টাজী। এছাড়াও বক্তব্য রাখেন তপন বন্দোপাধায়, প্রশান্ত শাখারিয়া, স্বপন চক্রবর্তী, তরুণ বাগচী, গাদাধর দাস ও সোমনাথ চক্রবর্তী। অনুষ্ঠানের পবিত্র গীতা পাঠ করেন অনন্ত মোহন বাগচী। উপস্থিত ছিলেন টিওটি তন্ময় মৈত্র সঞ্জয় মুখার্জী ও তিন জেলার ৭৫ জন পুরোহিত ও সেবাইতবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ধর্মীয় ও আত্ম-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতাবৃদ্ধি করণ শীর্ষক প্রকল্পের জুনিয়র বালসালটেন্ট ছন্দ্রা প্রামানিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন ধর্মীয় ও আত্ম-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতাবৃদ্ধি করণ শীর্ষক প্রকল্পের কুষ্টিয়া জেলা টিওটি অরুণ বাগচী বাপ্পী।