নিজস্ব  প্রতিনিধি : কুষ্টিয়ায় শিশু-কিশোরদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ। শুক্রবার (২৭ মে) সকাল ১০টায় প্রতিষ্ঠানটির ক্যাম্পাস চত্বরে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুলের প্রায় তিনশত
শিশু-কিশোর শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোশাররফ হোসেন, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস- চেয়ারম্যান ড. জহুরুল ইসলাম, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ডিন শহিদুর রহমান, বিশিষ্ট বিশিষ্ট আঁটিস প্রফেসর তরুণ ঘোষ, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য কারশেদ আলম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব খলিলুর রহমান মজু প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে খুদে প্রতিযোগিতারা আগামীতে নিজেদের আরও যোগ্য করে গড়ে তুলতে পারবে। তাই এমন অনুষ্ঠান অব্যাহত রাখতে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহবান জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *