নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ আক্তারুজ্জামান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
কুষ্টিয়া জেলা পেট্রোল পাম্প মালিক উদ্যোগে গতকাল দুপুরে শহরের কারাময় চাইনিজ পার্কে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
কুষ্টিয়া জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মোজাফফর রহমান ও সাধারণ সম্পাদক এএনএম আব্দুল হাই তপো ও যুগ্ম সম্পাদক রুহুল আমিনের
নেতৃত্বে মোঃ আক্তারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় কুষ্টিয়া জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সহসভাপতি নুরুল হুদা, সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সোহেল খান বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান, কোষাধ্যক্ষ রফিকুল হক, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম, নির্বাহী সদস্য এমএ সাঈদ, আসানুজ্জামান জুয়েল, রফিকুল ইসলাম, এএম আমিনুর রহমান খোকা, হাজী আজিজুল হকসহ অফিস সহকারী হেলালুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।