নিজস্ব প্রতিনিধি॥ কুষ্টিয়া নির্মান শ্রমিক ইউনিয়নকে সাংগঠনিক ভাবে শক্তিশালি করার লক্ষে কুষ্টিয়ায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের মঙ্গলবাড়িয়া বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম। মঙ্গলবাড়িয়া বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রাজন মালিথাসহ অতিথিরা। এসময় বিশেষ অতিথি ছিলেন ১৬ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারন সম্পাদক ময়েন উদ্দিন মন্ডল। সভায় বক্তারা বলেন, এই সংগঠনটি যেন শ্রমিক কল্যানে কাজ করে এবং সুখে দুখে শ্রমিকদের পাশে থেকে দেশকে আরও উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায় সেই আহ্বান করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল সোনার বাংলা গড়ার লক্ষে ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা করেন অতিথিরা। অতিথিরা আরও বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ ভাইকে নৌকা প্রতিকে ভোট দিয়ে কুষ্টিযার উন্নয়নে এবং নির্মান শ্রমিকদের উন্নয়নে কাজ করার আহ্বানও জানান বক্তারা। সভায় নির্মান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল ইসলাম ও তাইজাল প্রামানিকসহ খোয়া ভাঙা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ-সভাপতি আলম শেখ, সহ-সভাপতি মো: শামছুল, যুগ্ন-সম্পাদক তরুন হোসেন, যুগ্ন-সম্পাদক মো: বাবুল, সাংগঠনিক সম্পাদক মো: রাজন, কোষাধক্ষ্য শাহিনুর রহমান সাকিব, প্রচার সম্পাদক, মো: আব্দুল আজিজ, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, নির্বাহী সদস্য মো: সাগর, মো: কাল্টু, মো: আসাদুল ইসলাম,আমিন শেখ, মো: শাহাবুল উপস্থিত ছিলেন।