দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। দৌলতপুরের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার গুনগত মানও রয়েছে সুনামের ধারায়। শিক্ষা প্রসারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান বিএসসি তার মেধা ও আধুনিক প্রযুক্তি নির্ভর জ্ঞান দ্বারা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে নিরলস কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়ে রয়েছে দক্ষ ও মেধাবী শিক্ষক মন্ডলী। যাদের শ্রম প্রতিকুলতার মাঝেও শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, স্কাউটস ও খেলা-ধুলার পাশাপাশি সাংস্কৃতিক বিকাশে অনন্য ভূমিকা রেখে চলেছে। এরফলে দৌলতপুর উপজেলায় ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন স্বীকৃতি পেয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *