আমলা অফিস॥ কুষ্টিয়ার মিরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে স্কুল কলেজ ও মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের নাম ঘোষণা করা হয়েছে।
স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফারহানা বিলকিচ, কারিগরি পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের গোলাম রব্বানী নাফিজ, মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী সুলতানপুর সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার নুসরাত জাহান আয়শা, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী আমলা সরকারি কলেজের প্রত্যয় বিন সাফি। শ্রেষ্ঠ স্কাউট আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের আল শাখারিয়া হোসেন, শ্রেষ্ঠ রোভার আমলা সরকারি কলেজের ইন্দ্রজিত চন্দ্র বেদ, শ্রেষ্ঠ রোভার গ্রুপ আমলা সরকারি কলেজের ইন্দ্রজিত চন্দ্র বেদ ও তার দল, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিরিন সুলতানা, শ্রেষ্ঠ রোভার শিক্ষক আমলা সরকারি কলেজের শামীম সোহাগ। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, কারিগরিতে নওদাআজমপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, মাদরাসা পর্যায়ে মিরপুর নাজমুল উলুম সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসা, কলেজ পর্যায়ে পোড়াদহ কলেজ। স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার, করিগরি পর্যায়ে নওদাআজমপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ অধ্যক্ষ শহিদুল ইসলাম, মাদরাসা পর্যায়ে সুলতানপুর সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ অ ন ম ফজলুর রহমান, কলেজ পর্যায়ে পোড়াদহ কলেজের অধ্যক্ষ অন্নদা প্রসদ মোহান্ত। স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়শ্রী পাল, কারিগরি পর্যায়ে নওদাআজমপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ গোলাম নবী, মাদরাসা পর্যায়ে মিরপুর নাজমুল উলুম সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার ফারুক হোসেন, কলেজ পর্যায়ে পোড়াদহ কলেজের মোশারফ হোসন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার।
