নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া খোকসা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আন্দোলনের বাজার পত্রিকা, ও সাবেক ভোরের কাগজ’র এবং বর্তমানে দৈনিক ইত্তেফাক পত্রিকার খোকসা প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলাম মাসুদের মৃত্ব্যতে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নুর আলম দুলাল ও সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেছেন, মনিরুল ইসলাম মাসুদ একজন নির্ভিক, সদালপি, মিষ্টভাষী সাংবাদিক ছিলেন। মফস্বল সাংবাদিকতায় এখনও এক পেশায় টিকে থাকা কতটা কঠিন তা মাসুদ প্রমাণ করেছেন। তাই সাংবাদিকতার পাশাপাশি বেছে নিয়েছিল অন্যপেশা। তবুও সাংবাদিকতা ছেড়ে যাননি। মৃত্ব্যর আগ পর্যন্ত এ পেশায় নির্ভিক ছিলেন তিনি। তাঁর মৃত্ব্যতে খোকসা প্রেসক্লাবসহ আমরা গণমাধ্যম কর্মিরা একজন নির্ভিক সংবাদ কর্মিকে হারালাম যা কোন দিন পুরণীয় নয়। মহান আল্লাহ পাকের কাছে মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *