নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৬ জুন ২০২২ ইং তারিখ বিকাল ০৫:১০ ঘটিকায় “পাবনা জেলার ঈশ^রদী থানাধীন দিয়ার বাঘল গ্রামে” একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সৌদি আরবের রিয়াল কেনাবেঁচা চক্রের সদস্য ১। মোঃ আব্দুল আলীম (৩৮), পিতা-মোঃ সুখচাঁন মন্ডল, ২। মোঃ বেনারুল ইসলাম (৩৭), পিতা-মৃত হযরত আলী, ৩। সাবিনা ইয়াসমিন (৩৫), স্বামী- মোঃ বেনারুল ইসলাম, ৪। মোঃ মাহাবুল আলম (২৮), পিতা-মোঃ আবেদীন আলী এবং ৫। মোঃ রুহিন আলী (২০), পিতা-আব্দুর রশিদ, সর্বসাং-সংগ্রামপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে ০৫টি মোবাইল ফোন, ০৮টি সিম, ২৫০/- সৌদি রিয়াল এবং নগদ ৩,৬২৮/- টাকা সহ গ্রেফতার করা হয়। উক্ত চক্রের সদস্যগণ দীর্ঘদিন যাবত সৌদি রিয়াল বিক্রয়ের কথা বলে সহজ সরল লোকজনের সাথে প্রতারণা করে আসছিল। উল্লেখ্য যে, এই ধরণের প্রতারক চক্রের সক্রিয় সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে প্রতারক মুক্ত সমাজ গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।